
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বিশ্বে পরিবেশের অস্কার পুরস্কার হিসেবে খ্যাত ‘এনার্জি গ্লোব পুরস্কার’ লাভ করেছে পার্বত্য জেলা বান্দরবানের বেসরকারি উন্নয়ন সংস্থা তাজিংডং।পাহাড়ের বাসিন্দাদের অংশগ্রহণে বন সংরক্ষণে অবদান রাখায় সংস্থাটি এই পুরস্কার লাভ করে।গত ১৭ মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তাজিংডং এর নির্বাহী পরিচালক অংশৈসিং মারমার হাতে অনুষ্ঠানিকভাবে পুরস্কারের ট্রফিটি তুলে দেন এনার্জি গ্লোব ফউন্ডেশনের প্রতিষ্ঠাতা উলফ্ গ্যাং নয়ম্যান।১০ কেজি ওজনের ধাতু দ্বারা নির্মিত এই ট্রফিটি এখন বান্দরবানে। এটি দেখার জন্য লোকজন ভিড় করছে সংস্থাটির অফিসে।সোমবার পুরস্কারের এই ট্রফিটি জনসম্মুখে প্রদর্শন করা হয়।এ উপলক্ষে শহরের ভেনাস রিসোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে সংস্থাটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।তাজিংডংয়ের চেয়ারম্যান মংথুইমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডর ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ,আরণ্যক ফউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহম্মেদ,তাজিংডং এর নির্বাহী পরিচালক অংশৈসিং প্রমুখ।২০১৬ সালে এনার্জি গ্লোব পুরস্কারের জন্য বিশ্বের ১৭৮টি দেশ থেকে ২ হাজার প্রকল্পের মধ্যে প্রতিযোগিতা করে আর্থ ক্যাটাগরিতে বান্দরবানের বেসরকারি উন্নয়ন সংস্থা তাজিংডং বিজয়ী হয়।এই পুরস্কার পরিবেশের অস্কার পুরস্কার হিসেবেও পরিচিত।পুরস্কারের ট্রফিটি ১৭ মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়।তাজিংডং সংস্থাটি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ৯টি পাড়ায় প্রায় ৯ হাজার মানুষের অংশগ্রহণের মাধ্যমে বনাঞ্চল সংরক্ষণ প্রকল্পের কাজ করছে।এতে করে ওই এলাকায় প্রাকৃতিক পরিবেশ রক্ষার পাশাপাশি বিলুপ্ত প্রায় উদ্ভিদ বৈচিত্র সংরক্ষণ হচ্ছে।তাজিংডংকে সহায়তা করছে ঢাকার বেসরকারি সংস্থা অরণ্যক ফাউন্ডেশন।