‘সারাদেশে বিচার ব্যবস্থার উন্নয়নে বিচারক নিয়োগ ও আদালতগুলোতে অবকাঠামোগত সুবিধা বাড়ানো হচ্ছে’ বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।শুক্রবার সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন কালে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।এসময় তিনি আরও বলেন,ন্যায় বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয়।
এ সময় তার সাথে হাইকোর্টের রেজিস্টার মুন্সি মশিউর রহমান,হাইকোর্ট বিচার বিভাগের রেজিস্টার কে এম তোফায়েল আহমেদ,বান্দরবান জেলা ও দায়রা জজ ফজলে এলাহি ভূঁইয়া,নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক বেগম জিয়াবুন্নাহার আয়েশা,চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুর রহমান,জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন,পুলিশ সুপার মো.সৈকত শাহীনসহ অন্যান্য বিচারক ও আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘আদালতগুলোতে বিচারপ্রার্থীরা যাতে কোনোভাবে সমস্যায় না পড়ে ওই দিকে বিশেষ নজর দেয়া হয়েছে।সারাদেশে আদালতগুলোতে ‘ন্যায়কুঞ্জে’র সংখ্যা আরো বাড়ানো হবে।’ উল্লেখ্য,প্রায় ৫৬ লাখ টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ করেছে।