

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র মাতা মা চ য়ই আর নেই।তিনি ১২ অক্টোবর শনিবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে বান্দরবান শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন বাস ভবনে পরলোক গমন করেন।মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৮৫ বছর।তিনি মৃত্যুকালে একমাত্র পুত্র বীর বাহাদুরসহ অসংখ্য স্বজনদের রেখে যান।বার্ধক্য জনিত কারনে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।রত্নগর্ভা মা, ‘মা চ য়ই’ এর মৃত্যুতে সিএইচটি টাইমস ডটকম পরিবার গভীরভাবে শোকাহত।