

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২২ উপলক্ষ্যে বান্দরবানে জেলা প্রশাসন এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবস উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ডা.মো.শেখ ছাদেক।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, পিপিএম,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,মেয়র মো.ইসলাম বেবী,সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ,নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী,রাজিব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।এসময় শিশুদের নিয়ে কেক কাটা হয় এবং দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবস উপলক্ষে দিনের শুরুতেই শেখ রাসেল স্বরনে নির্মিত বেদিতে সরকারি ও বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠান এর পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।বান্দরবানের তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রোগ্রামার (ভারপ্রাপ্ত) ছুরত আলম আকাশ জানান,একই অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলায় যেসব শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে সেসব ল্যাব সমূহের মধ্য থেকে “শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব হিসেবে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানকে জেলা পর্যায়ে পুরষ্কৃত করা হয়েছে”।এছাড়াও একই অনুষ্ঠানে লার্নিং এন্ড আর্নিং (ডেলপমেন্ট প্রকল্প) এর আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত সফল ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।এছাড়াও শেখ রাসেল ও জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং পরিবারের সকল শহীদ সদস্যদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।উল্লেখ্য,শেখ রাসেল নির্মলতার প্রতীক,দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবসটি পালন করা হচ্ছে।দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচি তে সহযোগিতা করে বান্দরবান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।