আজ বিশ্ব এইডস দিবস।এই উপলক্ষে সারা দেশের ন্যায় বান্দরবানেও নানা আয়োজনে পালিত হলো বিশ্ব এইডস দিবস।
দিবসটি উপলক্ষে রবিবার (১ ডিসেম্বর) সকালে বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় এইডস প্রোগ্রাম ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এর সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমার সভাপতিত্বে বিশ্ব এইডস দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন-এইডস হলো একটি ঘাতক ব্যাধি।যা মানুষের জীবনকে তীলে তীলে নিঃশ্বেস করার পর সম্পূর্ণভাবে মৃত্যুর মুখে ঠেলে দেয়।তাই এই ভয়াবহ ব্যাধি থেকে ভালো থাকার জন্য সকলকে সচেতন হতে হবে,তাহলে এই মরণব্যাধি থেকে নিরাপদে থাকা যাবে।প্রতিবছর এইডস রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যায়।বিশেষ করে উন্নয়নশীল দেশ গুলোতে এই রোগের সংখ্যা বেশি রয়েছে।তাই বাংলাদেশকে এইডস মুক্ত রাখতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং অবৈধ যৌনমিলন থেকে বিরত থাকতে হবে।এছাড়াও এইডস আক্রান্ত ব্যক্তির রক্ত যাতে কোন সুস্থ মানুষকে দেওয়া না হয় সে ব্যাপারে স্বাস্থ্য কর্মীদের ব্যাপকভাবে সদা সর্বত্র সজাগ থাকতে হবে,রক্ত নেওয়ার আগে ওই ব্যক্তির এইডস আছে কিনা সে বিষয়ে পরীক্ষা করতে হবে।