

নানা আয়োজনে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৩।দিবস উপলক্ষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় বর্ণাঢ্য র্যালী, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।বুধবার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর,বান্দরবান কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।দিবসের শুরুতেই রাজার মাঠ এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।এছাড়াও শব্দ দূষনকে নিরুৎসাহিত এবং জনসাধারনের মাঝে সচেতনতা তৈরিতে বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টীকার সংযুক্ত করা হয়।দিবস উপলক্ষে বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান এর সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী।সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী।অনুষ্ঠানে বান্দরবান সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা.দিপঙ্কর তঞ্চঙ্গ্যা,বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপ্তী কণা দে,ট্রাফিক ইন্সপেক্টর মো.ফরহাদুজ্জামান,পরিদর্শক (পরিবেশ অধিদপ্তর) মো.আব্দুস সালাম,শিক্ষক সম্পদ বড়ুয়া প্রমুখ।সুরক্ষিত শ্রবণ সুরক্ষিত জীবন-প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন,শব্দ দূষণ বর্তমানে একটি রোগে পরিনত হয়েছে।রাস্তায় চালিত বিভিন্ন যানবাহনে মাত্রাতিরিক্ত হাইড্রোলিক হর্ণ বাজানো হচ্ছে।যে কোন অনুষ্ঠানে উচ্চস্বরে বাজানো হচ্ছে মাইক ও ফোটানো হচ্ছে পটকা।যা উচ্চ শব্দের সৃষ্টি করে এবং এতে পরিবেশের ক্ষতিগ্রস্থ হচ্ছে।ক্ষতি হচ্ছে বয়স্ক ও কোমলমতি শিশুদের শ্রবণ ইন্দ্রিয়।এতে কমে যাচ্ছে শ্রবণ শক্তি।এসময় বক্তারা,শব্দ দূষণ রোধে সকলকে সচেতনতা হবার আহ্বান জানান।