বান্দরবান জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি’র আয়োজনে এবং ব্রিটিশ কাউন্সিল-ইউরোপিয়ান ইউনিয়ন,প্ল্যাটফর্ম ফর ডায়ালগ প্রজেক্ট এর সহযোগিতায় “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৯ পালিত হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা উড়ানো শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেস ক্লাব এর সামনে গিয়ে শেষ হয়।র্যালী শেষে বান্দরবান প্রেস ক্লাব এর সামনে মানববন্ধন করা হয়।মানববন্ধন শেষে সামাজিক প্রকল্প প্রদর্শনী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।সামাজিক প্রকল্প প্রদর্শনী মেলায় ৮টি স্টল অংশ নেয়।
স্টল পরিদর্শন শেষে সম্প্রীতির মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুুপার (প্রশাসন) কামরুজ্জামান,সিভিল সার্জন ডা: অংসুইপ্রু মারমা,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,সদর উপজেলা নির্বাহী অফিসার নোমান হোসেন,জেলা সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ সহকারী পরিচালক রতন কুমার দাশ,ব্রিটিস কাউন্সিল প্ল্যাটফর্মস ফর ডায়ালগ প্রজেক্ট রিজিওনাল কো-অর্ডিনেটর চট্টগ্রাম সৈয়দা সবনবম মোস্তারী।
সমাজিক প্রকল্প প্রদর্শনী পরিচালনায় ছিলেন ব্রিটিস কাউন্সিল বান্দরবান ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মং শেনুক মারমা।এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী বিভাগের কর্মকর্তারাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় অতিথিরা বক্তব্যে বলেন,প্রতি বছর ৯ ডিসেম্বর সারা বিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশেও দিবসটি অতি গুরুত্ব সহকারে পালিত হয়ে আসছে।বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষনা করে দুর্নীতির বিরোদ্ধে প্রতিনিয়ত অভিযান চালিয়ে আসছে।বাংলাদেশ দূর্নীতি মুক্ত হউক এটাই আমাদের প্রত্যাশা।