নানা আয়োজনে বান্দরবান পৌরসভার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বান্দরবান পৌরসভা দিবস-৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে খতমে কোরআন,বেলুন উড়ানো,বর্ণাঢ্য র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বান্দরবানের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে এই দিবস উদযাপিত হয়।
দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বান্দরবান পৌরসভার প্রশাসক এস,এম,মনজুরুল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম।এসময় বীরমুক্তিযোদ্ধা (অব:) ক্যাপ্টেন তারু মিয়াসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।এছাড়াও বান্দরবান পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এদিন বান্দরবান পৌরসভার উদ্যোগ একটি ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।বান্দরবান বাজার শাহী জামে মসজিদ খতিব মাওলানা এহসানুল হক আল মঈন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।এতে সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.