নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৮ মার্চ, ২০২৫ ৩:১২ : অপরাহ্ণ 9 Views

“ অধিকার,সমতা,ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে শনিবার (৮ মার্চ) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু তালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুপন চাকমা,নারী নেত্রী ডনাই প্রু নেলী সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা।এসময় বক্তারা বলেন,জাতীয় বা রাষ্ট্রীয় জীবনের সিদ্ধান্ত গুলো গ্রহণের ক্ষেত্রে নারীর নিজের কার্যকর অংশগ্রহণ,মতামত প্রদান বা ভূমিকা রাখার তেমন কোন সুযোগই থাকে না।অর্থাৎ নারীর জীবনের প্রতিটি পর্যায়েই তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে অন্য কেউ।বলা যায়,তার উপরে সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয় এবং ছলে-বলে-কৌশলে তা তাকে মানতে বাধ্য করা হয়।ধরেই নেয়া হয়,সিদ্ধান্ত গ্রহণের জন্য যথেষ্ট যোগ্যতা, অভিজ্ঞতা ও জ্ঞানবুদ্ধি নারীর নেই।নারী সর্বদা,সর্বত্র পুরুষের অধস্তন,অধীনন্ত।এসময় নারী নেত্রীরা নারীর উপর যেকোনো ধরনের সংঘবদ্ধ সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া,সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,দাপ্তরিক বা অধিকার ভিত্তিক কমিটি,রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর সমান উপস্থিতি ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

error: কি ব্যাপার মামা !!