নেই পাশে যার,সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস।বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য ওয়াকথন র্যালি বের হয়।এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম,অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো.রায়হান কাজেমীসহ সংশ্লিষ্টরা ওয়াকথন এ অংশগ্রহন করেন।পরে ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুমে কল্যাণরাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রনালয় এর ভুমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা শীর্ষক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।দিনব্যাপী এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির কনভেনর ম্যা ম্যা নু।
আলোচনা সভায় বক্তারা বলেন,বিপ্লব পরবর্তী স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে সবাইকে সাথে নিয়ে ঐক্যের ভিত্তিতে এগিয়ে যেতে হবে।সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে রাষ্ট্রের ভূমিকা ফুটিয়ে তুলতে সমাজসেবা বিভাগকে আরও বেশী দায়িত্বশীল এবং তৎপর হতে হবে।সমাজসেবা অধিদপ্তর সমাজের মানুষের মানবিক কাজ করে থাকেন।এসময় বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করে যাচ্ছে এটা সত্যি প্রশংসার দাবিদার।ওয়াকথনের মাধ্যমে তাদের বার্তাগুলো সমাজে ছড়িয়ে দেয়ার আহবানও জানান বক্তারা।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিল্টন মুহুরী,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।জেলা পরিষদ,জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে।