

সিএইচটি নিউজ ডেস্কঃ-সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করেছে বান্দরবানের সনাতনধর্মালম্বীরা।রথযাত্রা উপলক্ষ্যে শনিবার সকালে শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয় । এই উপলক্ষে চলছে হরিনাম সংকীর্তন,বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ,আলোচনা সভা,পদাবলী কীর্তন,আরতি কীর্তন,ভাগবত কথা,সাংস্কৃতিক অনুষ্ঠান,শ্রীমদ্ভাগবত গীতা পাঠ,মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন।প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়।রথযাত্রা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় সংগঠন,মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর।জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর।তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর।তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়।জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিকালে ৩টায় বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি।এ সময় পার্বত্য পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা,জেলা প্রশাসক মোঃআসলাম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,পৌর মেয়র মোঃইসলাম বেবী,বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক ও পার্বত্য পরিষদ সদস্য লক্ষীপদ দাস,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,জন্মষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সন্জয়, রথযাত্রা কমিটির সভাপতি কানু দাশ,সাধারণ সম্পাদক জনি সুশীল,অর্থ সম্পাদক টিপু দাশ, সাংগঠনিক সম্পাদক অাশুতোষ কুমার দে,প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন দাশসহ সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্ধরা উপস্থিত ছিলেন।এর পরপর রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে থেকে রথ টেনে শ্রী শ্রী কালি মন্দির বালাঘাটায় নেওয়া হয় এবং আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই উৎসব শেষ হবে।