সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গাদের জন্য রেডক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক উল্টে হতাহতদের স্বরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকেলে এই শোকসভা টি অনুষ্ঠিত হয়।শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।আকস্মিক এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের খবর শুনেই প্রতিমন্ত্রী বেলা আড়াইটায় শাহজালাল বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্য রওনা হন।পরে কক্সবাজার এয়ারপোর্ট থেকে বেলা সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে যান।পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ও বান্দরবান জেলা প্রশাসন তাৎক্ষণিক নিহতদের প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা এবং আহতদের ৫ হাজার টাকা ও চাউল বিতরণ করে সাহায্য প্রদান করেন।শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, "ভাল কাজের মৃত্যু নাই,তাদের এই ভালো কাজ তাদেরকে যুগযুগ বাঁচিয়ে রাখবে,সওয়াবের কাজ করতে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে।সৃষ্টিকর্তা তাঁদের বেহেস্ত দান করবেন বলে আমি গভীরভাবে বিশ্বাস করি।নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর মতো কোনও ভাষা আমার জানা নেই,সবাই তাদের জন্য দোয়া করবেন”।এসময় দূর্ঘটনায় নিহতদের স্বজনরা বীর বাহাদুর এমপিকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং নাইক্ষ্যংছড়ি সদরের সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিলেন।তাঁর এই কান্নায় তখন এক হ্নদয় বিদারক দৃশ্যের অবতারণা সৃষ্টি করে এবং আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছিলো।এসময় শোকসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, আঞ্চলিক পরিষদ সদস্য শফিকুর রহমান,জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারি একেএম জাহাঙ্গীর,জেলা পরিষদ সদস্য ক্যা সা প্রু,লক্ষীপদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল,নাইক্ষ্যংছড়ি সদর ইউ.পি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব ইমরান মেম্বার গনমাধ্যম কর্মীরা।প্রসঙ্গত,বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত হয়।বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চাকঢালায় এ দুর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার পরপরই জনপ্রতিনিধি,আইন-শৃঙ্খলা বাহিনী,কক্সবাজার ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও স্থানীয়রা ট্রাকের নিচে চাপা পড়া লোকজনদের একে একে উদ্ধার করেন।উল্লেখ্য,গত বুধবার (২২ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সফর করে দাপ্তরিক কাজে ঢাকায় ফিরে গিয়েছিলেন এবং আকস্মিক এই সড়ক দুর্ঘটনায় বিপুলসংখ্যক প্রানহাণির খবর পেয়ে ২৪ ঘন্টার ব্যবধানে নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে তিনি ফের নাইক্ষ্যংছড়িতে ছুটে যান।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.