

ত্রিপুরাদের নবান্ন উৎসব উপলক্ষে বান্দরবান সদরের হাতিভাঙ্গা পাড়া এলাকায় মাইক্তা চাম পান্দা ও লোকসাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়েছে।শুক্রবার (২৪ নভেম্বর) সকালে হাতিভাঙ্গা পাড়া কমিউনিটি সেন্টারে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসব উদযাপন করা হয়।ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউট ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান এর জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটের পরিচালক মং নু চিং এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সি অং ম্রো,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান,সিনিয়র সহকারী কমিশনার অরূপ রতন সিংহ,নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) শেখ আব্দুল্লাহ আল মামুন,রাজীব কুমার বিশ্বাস,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
জানা যায়,দীর্ঘ সময়ের প্রতিক্ষার পর বাংলার অগ্রাহায়নের শুরুতে পাহাড়ে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠীরা নবান্নের উৎসব পালন করে থাকে।এদিন মাইক্তা চাম পান্দা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা,জুমের নতুন ফসল দেবতার নামে উৎসর্গ, প্রার্থনা,ত্রিপুরা সম্প্রদায়ের জুম চাষের সরঞ্জামাদি ও জুমের নতুন ফসল প্রদর্শন,নতুন ধানের পিঠা মেলা,ত্রিপুরাদের লোক সংগীত ও লোকনৃত্য প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।