

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে নতুন বছরের প্রথম দিনেই কোমলমতি শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।আজ সোমবার (১ ডিসম্বর) সকালে বান্দরবান শহরের অরুণ সারকি টাউন হলে এই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবানরে জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, পুলিশ সুপার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার মো:আলী হোসেন,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো:নুরুল আবচার,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,সদস্য ফিলিপ ত্রিপুরা,ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোমা রানী বড়ুয়া, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া প্রাথমিক-মাধ্যমিক স্কুলের কর্মকর্তা এবং ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্ধরা।
এই সময় বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে নতুন বছরের বই বিতরণ করেন প্রধান অতিথি।পরে বান্দরবান জেলার বিভিন্ন স্কুলে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের মধ্যে এই বই বিতরণ কার্যক্রম শুরু হয়।বান্দরবান জেলায় এই বছর ১১৪৪ টি প্রাথমিক বিদ্যালয়ে সর্বমোট (৩,৮৯,২২৯) তিন লক্ষ উননব্বই হাজার দুইশত উনত্রিশটি বই. বিতরণ করা হয়। এছাড়াও ক্ষুদ্র নৃ গোষ্টির ভাষা চাকমা,মারমা ও ত্রিপুরা ভাষায় প্রাক প্রাথমিকে ২৩৮৮টি ও ১ম শ্রেনীতে ২৪২৩ টি বই বিতরণ করা হচ্ছে।অন্যদিকে জেলার ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ লক্ষ ৯হাজার ১শত ২৫টি বই বিতরণ করা হয়েছে।