

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিয়ে বান্দরবানে শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজন। আদিবাসী আর বাঙ্গালী পরিবারগুলো মেতে ওঠেছে নববর্ষের আনন্দে। নববর্ষ উপলক্ষ্যে শুক্রবার সকালে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা রাজার মাঠ থেকে শুরু হয়ে বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় আদিবাসী ও বাঙ্গালীরা তাদের ঐতিহ্যময় সাজ,ব্যানার ও প্লেকার্ড নিয়ে অংশ নেয়।মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত থেকে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পৌর মেয়র ইসলাম বেবীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।এরপর পরই নববর্ষের প্রধান আর্কষণ পান্তা ইলিশ ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সকলে।এসময় সাংস্কতিক অনুষ্টানে অংশ নেয় ক্ষুদ্র নৃ গোষ্টির সাংস্কতিক ইনিসটিটিউটের শিল্পিসহ বিভিন্ন সংগঠনের শিল্পিরা।অন্যদিকে নববর্ষ বরণ উপলক্ষে আদিবাসী মারমা,চাকমা,ত্রিপুরা ও তঞ্চঙ্গ্যাদের নানা ধর্মীয় আচার অনুষ্টানে মেতে উঠেছে পুরো বান্দরবান জেলা।