জাতীয় সংসদের ৩০০ নং বান্দরবান আসনে বর্তমান সাংসদ বীর বাহাদুর উশৈসিংকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।গত শনিবার (২৭ মে) রাতে বান্দরবান শহরের অরুণ সারকী টাউন হলে জেলা আওয়ামী লীগ এর বিশেষ বর্ধিত সভা হয়।এই সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ক্যশৈহ্লা দলের একক প্রার্থী হিসাবে সংসদ সদস্য বীর বাহাদুর এর নাম প্রস্তাব করলে সর্বসম্মত সম্মতিতে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।বান্দরবান জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক লক্ষীপদ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
সিএইচটি টাইমস ডটকম কে তিনি বলেন,বর্ধিত সভায় আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে চূড়ন্ত করা হয়েছে।একই সভায় সাংগঠনিক তৎপরতা ও নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেয়া হয়।জানা যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মান এবং বান্দরবান এর উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় নিয়ে বিশেষ এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অরুন সারকী টাউন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।জেলা আওয়ামী লীগ এর সভাপতি ক্য শৈ হ্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।প্রসঙ্গত,বান্দরবান ৩০০ নং আসনে আওয়ামী লীগ থেকে টানা ৬ বার নির্বাচিত হন পাহাড়ের জনপ্রিয় নেতা বীর বাহাদুর উশৈসিং এমপি,তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন।