
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পার্বত্য চট্টগ্রামের বম সম্প্রদায়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ং বম এসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী বান্দরবানে শুরু হয়েছে।এ উপলক্ষে চিম্বুক পাহাড়ের লাইমী পাড়ায় দুদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শুক্রবার পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।ইয়ং বম এসোসিয়েশনের সভাপতি ভানতির বমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ এক আসনের সংসদ সদস্য জুয়েল আরেং,বান্দরবানের সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন,বান্দরবান জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যশাপ্রু মারমা,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন,রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া,বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাশ,জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা প্রমুখ।বান্দরবানের রুমা,রোয়াংছড়িসহ বিভিন্ন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকার বম সম্প্রদায়ের পাড়া থেকে বম নারী পুরুষ এই অনুষ্ঠানে যোগ দেয়।বম সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয় বান্দরবানের চিম্বুক পাহাড়ের লাইমী পাড়া। বম সম্প্রদায় নেচে গেয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালন করে। দুদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান।এ উপলক্ষে লাইমী পাড়ার স্কুল মাঠে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এছাড়া সেনাবাহিনী বম সম্প্রদায়ের সহযোগিতায় লাইমী পাড়া স্কুলমাঠে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।এতে দূর দূরান্ত থেকে আসা নারী পুরুষ চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছে।সভায় বম সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের সংস্কৃতি ঐতিহ্য ও জাতিগোষ্ঠীর অস্তিত্ব রক্ষায় সরকারের সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য পার্বত্য চট্টগ্রামে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বম সম্প্রদায় অন্যতম।এদের মোট জনসংখ্যা প্রায় ৪০ হাজার।১৯৭৬ সালে বম সম্প্রদায়ের ঐতিহ্য সংস্কৃতি রক্ষায় বম সম্প্রদায়ের তরুণদের নিয়ে ইয়ং বম এসোসিয়েশন গঠিত হয়।এই সংগঠনটি বম সম্প্রদায়ের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।