

বান্দরবানের থানচি উপজেলার জীবননগর এলাকায় বুয়েটের নিরাপত্তা শাখায় কর্মরত ৩ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।নিহতরা হলেন মো.মঞ্জুরুল ইসলাম (৪০),মো.জয়নাল আবেদীন (৩২),মোঃ হামিদুল ইসলাম (৪১)।আহতরা হলেন ওয়াহিদুজ্জামান (৪০),ফারুক (৪০) মো.মিলন (৩০),মোঃ রাজীব মিয়া (৩০),মো.ফয়সাল,মোঃ আব্দুল মালেক।বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ এম্বুলেন্সযোগে পাঠানো হয়েছে।সিএইচটি টাইমস ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো.কায়েসুর রহমান।তিনি আরও জানান,জেলা প্রশাসন থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সহায়তা করা হচ্ছে৷এসময় তিনি,মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার জন্য সবাইকে অনুরোধও জানান।উল্লেখ্য,বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টার দিকে থানচি উপজেলার জীবননগর ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের।আহত ওয়াহিদ বলেন, ঢাকা থেকে বান্দরবান বেড়াতে এসেছিলাম।থানচিতে যাওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে গেছে।গাড়ীতে আমরা চালকসহ ৯ জন ছিলাম।এক জন ওখানেই মারা গেছে।আরও এক জন হাসপাতালে নেওয়ার সময় মারা গেছে শুনেছি।এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে নির্ভরযোগ্য একটি সুত্র।আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া অন্তত আরও তিন থেকে চার জনের অবস্থা গুরুতর এবং সংকটাপন্ন।উল্লেখ্য,পর্যটক হিসেবে বান্দরবান ভ্রমনে আসেন বুয়েটের নিরাপত্তা শাখার এই ৮ সদস্য।থানচি সড়কে তাদের এক্স নোহা মাইক্রোবাস গভীর খাদে পতিত হয় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।