

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-জন প্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন,পার্বত্য চট্টগ্রামে বান্দরবানে থানচিতে পর্যটন শিল্প বিকাশের জন্য ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে পর্যটন শিল্প বিকাশ,যোগাযোগ, স্বাস্থ্য, পরিবেশ, পরিবহনসহ নানাবিট উন্নয়নের জন্য সরকার আন্তরিক রয়েছে।স্বাধীনতার ৪৪ বছরে যা হয়নি তা গত ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার একটি সফল ও উন্নয়শীল দেশের পরিনত হয়েছে।আগামিতে পার্বত্য অঞ্চল সহ গ্রম গঞ্জন হবে শহর উপস্থিত সকল সরকারি জনপ্রতিনিধিদের জনগনের দৌড় গৌরায় সরকারের উন্নয়ন গুলি জনগনের নিকট পৌছে দেয়ার অনুরোধ জানান।বান্দরবান জেলা প্রশাসন ও থানচি উপজেলা প্রশাসনে যৌথ অর্থায়নের ২০১৭ সালে থানচি বান্দরবান সড়কে জীবন নগড় নামক স্থানে পর্যটন শিল্প বিকাশের জন্য নীল দিগন্ত নামক একটি রিসোর্ট কেন্দ্র স্থাপন করা হয়।চলমান কাজের অগ্রগতি ও পরিদর্শনের জন্য প্রশাসনিক ভাবে আমন্ত্রন করা হলে আজ ১৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা বান্দরবানে থানচির জীবন নগরের নীল দিগন্ত পর্যটন কেন্দ্রের নব নির্মিত মেঘাচল ভিউ পয়েন্ট শুভ উদ্ভোধন কালে সাংবাদিকদের উপরোক্ত কথা বলেন।এসময় প্রতিমন্ত্রীর সাথে যগ্ন সচিব আজাহার ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম, উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা ও আইন শৃংখলা বাহিনীরা উপস্থিত ছিলেন।