

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৈসু উৎসব বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।ত্রিপুরা নারী পরুষ নেচে গেয়ে দিনব্যাপী এই উৎসব পালন করে বান্দরবানের কালাঘাটা ত্রিপুরা পল্লীতে।বান্দরবানের বিভিন্ন এলাকার ত্রিপুরারা তাদের ঐতিহ্যবাহী নানা পোশাক পরে বিভিন্ন সাজে সেজে এই উৎসবে যোগ দেয়।
বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট এই উৎসবের আয়োজন করে ত্রিপুরা পাড়ায়।মঙ্গলবার সকালে পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন।
এ সময় তাঁর সাথে অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো.মাকসুদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পৌর মেয়র ইসলাম বেবী,জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাশ,কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,ফিলিপ ত্রিপুরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।উৎসবে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গড়ায়া নৃত্য ছাড়াও নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।দল বেধে ত্রিপুরা তরুণ-তরুণী ও বয়স্করা ঐতিহ্যবাহী তাদের গড়ায়া নৃত্তে অংশ নেয়।পার্বত্য চট্টগ্রামে ত্রিপুরারা তৃতীয় সংখ্যাগরিষ্ঠ আদিবাসী।তাদের বর্ষবরণ উৎসবের নাম বৈসু। নানা কারণে তাদের ঐতিহ্যবাহী এই উৎসব এখন অনেকটাই হারিয়ে যেতে বসেছে।
ত্রিপুরাদের এই সংস্কৃতি ঐতিহ্য টিকিয়ে রাখতে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এগিয়ে এসেছে। এবার নানা আয়োজনে বান্দরবানের ত্রিপুরা সম্প্রদায় এই উৎসব উদযাপন করেছে।