তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।জাতীয় মহিলা সংস্থা,বান্দরবান জেলা কেন্দ্র এর সার্বিক তত্ত্বাবধানে এই কর্মশালা টি অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
বুধবার (২৮ জুন) সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ।
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা সৌখিন ত্রিপুরা এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান,বান্দরবান জেলা কার্যালয়ের নির্বাহী অফিসার সা চ শৈ সহ প্রশিক্ষনার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
কর্মশালার আয়োজক সংশিষ্টরা জানিয়েছেন, বান্দরবানের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় মোট ৫টি ট্রেডে প্রশিক্ষণ চলমান রয়েছে।
বিউটিফিকেশন,ফ্যাশন ডিজাইন,ক্যাটারিং, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই কর্মাস,ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এই ৫টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।ইতিমধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত অসংখ্য নারী তাদের কর্মসংস্থানের নতুন কর্মযাত্রা শুরু করেছে।