

পার্বত্য চট্টগ্রামে আপল্যান্ড কটন চাষের মাধ্যমে কার্পাস মহলের ঐতিহ্য পুনরুদ্ধার এর লক্ষে বান্দরবানে দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।৪ ফেব্রæয়ারী (শুক্রবার) সকালে বান্দরবানের পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।তুলা উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদি মো.নাছির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড (খামারবাড়ী) এর নির্বাহী পরিচালক মো: আখতারুজ্জামান।সম্প্রসারিত তুলা চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো.গাজী গোলাম মর্তুজার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিইয়ং খুমী,বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো.রফিকুল ইসলাম,বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক মো.শাফায়েত হোসেন,বান্দরবান তুলা উন্নয়ন বোডের্র প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মো.আলমগীর হোসেন মৃধা,পাহড়ী তুলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মার্মা,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনুসহ বান্দরবান জেলা সদরের তুলা চাষীরা।প্রশিক্ষণ কর্মশালায় পার্বত্য এলাকায় তুলা চাষের সম্ভাবনা,আবাদের ফলে উৎপাদন এবং বিক্রি করে লাভবান হওয়ায় কলাকৌশলের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম এলাকায় আপল্যান্ড কটন চাষের মাধ্যমে কার্পাস মহলের ঐতিহ্য পুনরুদ্ধার বিষয়ে বিশদ প্রশিক্ষণ দেয় আয়োজকেরা।এসময় তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পার্বত্য এলাকায় তুলা চাষ বৃদ্ধিতে কৃষকদের আরো বিভিন্ন সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।