বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন,ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাস্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করছে।
প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি,উদ্ভাবন এবং প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরীতে কাজ করছে সরকার।ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাস্তবতা।বুধবার (৯ নভেম্বর) উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
তাঁর আগে বেলুন উড়িয়ে ও ফিটা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় তিনি মেলায় অংশগ্রহণ করা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,ভাইস চেয়ারম্যান রাজুমং হ্যাডমেন,মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা মার্মা।
এছাড়াও বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম,প্রকৌশলী মনজেল মোর্শেদসহ বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।৪র্থ শিল্প বিল্পব এবং ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ এর উপর প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর প্রোগ্রামার সুরুত আলম আকাশ।
উল্লেখ্য,“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবান সদর উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়।সদর উপজেলা প্রশাসন আয়োজিত মেলায় ২৫ এর অধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিজ নিজ স্টলে নিজেদের পণ্য ও প্রযুক্তি দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করেন।প্রধানমন্ত্রীর কার্যালয় এর অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) আইসিটি প্রোগ্রাম মেলায় সহযোগিতা করে।