

বান্দরবানে ধর্ম উপদেষ্টার ঝটিকা সফর করলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।সফরকালে তিনি বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রের চা বাগানের প্রবেশ মুখের পাশে জেলা মডেল মসজিদ স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।মডেল মসজিদ স্থাপন সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসময় ধর্ম উপদেষ্টা বলেন,আমরা এমন একটি জায়গায় মডেল মসজিদটি স্থাপন করতে চাচ্ছি যেখানে মুসল্লিদের সমাগম হয়।স্থানীয় জনসাধারনের ইচ্ছা ও আকাঙ্খারও মূল্যয়ন করা হবে।ধর্ম উপদেষ্টা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা সর্বোপরি অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছেন।সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় এবং পাহাড়ি-বাঙালি যাতে সহ-অবস্থানে থাকতে পারে,সেই জন্য পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।গত রবিবার বান্দরবান সফরকালে তিনি এসব কথা বলেন।এসময় নিরাপত্তা সংশ্লিষ্ট কারনে খাগড়াছড়ি,বান্দরবান ও রাঙামাটিতে পর্যটকদের কেনও ঢুকতে দেওয়া হচ্ছে না উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে প্রশাসন যদি মনে করে তখন যে কোনো সময় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।ধর্ম উপদেষ্টার পরিদর্শনের সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু.আ.হামিদ জমাদ্দার,জেলা প্রশাসক শাহ্ মোজহিদ উদ্দিন,পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো.মজিবর রহমান,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।সফরকালে তিনি শনিবার তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দসহ সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।