

বান্দরবানে অপুষ্টিতে ভুগতে থাকা শিশুদের খাদ্য বিতরণ করলো বান্দরবান জেলা প্রশাসন।জেলা প্রশাসন সুত্রে জানা যায়,প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং শীতার্ত শিশুদের অপুষ্টি মোকাবিলায় পুষ্টিকর শিশু খাদ্য ক্রয় পূর্বক বিতরণের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি নির্দেশনায় সদর উপজেলার কুহালং ইউনিয়নে বিভিন্ন এলাকার দ্বারে দ্বারে পৌঁছে এই শিশু খাদ্য পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।এই কার্যক্রমের আওতায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির পক্ষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস প্রথম পর্যায়ে কুহালং এর প্রত্যন্ত এলাকায় ১২০জন শিশুকে পুষ্টিকর শিশু খাদ্য শিশুদের হাতে তুলে দেন।এবিষয়ে বান্দরবান জেলা প্রশাসনের ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) সিমন সরকার জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং শীতার্ত শিশুদের অপুষ্টি মোকাবিলায় শিশু খাদ্য ক্রয় করে আমরা বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অপুষ্টিতে ভুগতে থাকা শিশুদের বাড়ীতে বাড়ীতে গিয়ে এই খাদ্য সহায়তা প্রদান করা হয় এবং আগামীতেও বরাদ্ধ সাপেক্ষে এই কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আরো জানান,১২০ জন শিশুকে ২কেজি চাল,১ কেজি ডাল,প্যাকেট দুধ,১কেজি সুজি,বাদামসহ বিভিন্ন পুষ্টিকর খাবার প্রদান করা হয়েছে।এদিকে জেলা প্রশাসনের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন কুহালং এর স্থানীয় জনসাধারণ ও অভিবাবকরা।তাঁরা বলছেন জেলা প্রশাসনের এমন উদ্যোগে উপকৃত হবে প্রান্তিক জনগোষ্ঠীর অপুষ্টিতে ভুগতে থাকা শিশুরা।