জেলা প্রশাসনের উদ্যোগে অপ্রীতিকর ঘটনা এড়াতে বান্দরবানে পাহাড়ি বাঙালি নেতৃবৃন্দের শান্তি আলোচনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২১ সেপ্টেম্বর, ২০২৪ ৫:৫৪ : অপরাহ্ণ 118 Views

পাহাড়ি বাঙালি সংঘর্ষের জের ধরে রাঙামাটি- খাগড়াছড়ি যখন উত্তপ্ত তখন বান্দরবানের পরিবেশ ঠিক উল্টো।এখানে অপ্রীতিকর ঘটনা এড়াতে চলছে শান্তি ও সম্প্রীতির সমাবেশ।শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি শান্তি সম্প্রীতির বৈঠক আয়োজন করা হয়।এতে পাহাড়ি বাঙালি সম্প্রদায় ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মজিবর রহমান,পাহাড়ি সম্প্রদায়ের নেতা অংচমং মারমা,নারী নেত্রী ডনাইপ্রু নেলী,নাগরিক পরিষদের নেতা নাসিরুল আলম, এডভোকেট উবাথোয়াই মারমা প্রমুখ।

সভায় পাহাড়ি বাঙালি নেতৃবৃন্দ বলেন,অপর দুই পার্বত্য জেলা রাঙামাটি-খাগড়াছড়িতে অপ্রীতিকর ঘটনা ঘটলেও বান্দরবান শান্তি ও সম্প্রীতির জায়গা।এখানে পাহাড়ি বাঙালি ১২টি সম্প্রদায় দীর্ঘকাল ধরে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে।সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম জেলা বান্দরবান।এখানে যাতে কোন সম্প্রদায়ের মধ্যে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাই একসাথে কাজ করার অঙ্গীকার করেন।জেলা প্রশাসক বান্দরবানের শান্তি সম্প্রীতি রক্ষায় ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য,খাগড়াছড়িতে হামলার প্রতিবাদে সকালে পাহাড়ি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।বিক্ষোভ মিছিলটি শহরের রাজার মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন জন ত্রিপুরা,বিটন তঞ্চঙ্গ্যা,অংশৈখিং মারমা,টনয়া ম্রো প্রমুখ।বক্তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।প্রয়োজনে ঢাকায় লংমার্চ করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!