

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেছেন,শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের অধ্যাবসায়ে সময় দিতে হবে।কোন বিষয়কে কিছুতেই অবহেলা করে সময় ক্ষেপন করা যাবে না।শনিবার (২৬ এপ্রিল) বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে জেলা প্রশাসক মেধাবৃত্তি,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি এমন মন্তব্য করেন।
এসময় জেলা প্রশাসক বলেন,শিক্ষার মান বৃদ্ধি,উন্নত শিক্ষা ব্যবস্থা,আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধিসহ যাবতীয় কর্মকান্ড সম্পাদন করে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের গতিশীলতা বৃদ্ধি করা হচ্ছে আর শিক্ষার্থীরা যাতে শিক্ষাক্ষেত্রে সফলতা দেখাতে পারে এটাই শিক্ষক,অভিভাবক এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা প্রত্যাশা করেন।এসময় তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের আরো সচেতন হতে হবে,আর যেকোন সমস্যায় বিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করে একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে।
এসময় সভাপতির বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.আবু তালেব বলেন,আমি জেলা প্রশাসনে এসে ৩মাস হলো বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এর দায়িত্ব গ্রহণ করেছি,আর দায়িত্ব গ্রহণ করে আমি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কাজ করার প্রচেষ্টা চালাচ্ছি। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো.আসিফ রায়হান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নবাব আলীসহ বিদ্যালয়টির বিভিন্ন শিক্ষক-শিক্ষীকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য,সংগীত ও নাটিকা পরিবেশিত হয় এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের জেলা প্রশাসক মেধাবৃত্তিতে অংশ নেয়া বিজয়ী ২১জন ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিভিন্ন প্রতিযোগীয় বিজয়ী ২৬৪জনকে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আরা রিনি।