জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র নেতৃত্বে হয়ে গেলো বঙ্গবন্ধু গোল্ডকাপ এর বর্ণাঢ্য র‍্যালী


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২০ মে, ২০২২ ২:৫৪ : অপরাহ্ণ 385 Views

বান্দরবানের ক্রীড়াঙ্গনে করোনা পরবর্তী সময়ে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সবচেয়ে বড় আয়োজন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ উপলক্ষে শুক্রবার (২০ মে) সকালে বৃষ্টি উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে গেলো বর্ণাঢ্য র‍্যালী।পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্ট উপলক্ষে অনুষ্ঠিত এই র‍্যালীতে নেতৃত্ব দেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।যার ফলে বর্ণাঢ্য এই র‍্যালীর মাধ্যমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।এসময় ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি,টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব লক্ষীপদ দাশ,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.শেখ ছাদেক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান,মাসুদুর রহমান (রুবেল),আব্দুল্লাহ আল মামুন,সাজ্জাদ জাহিদ রাতুল,রাজিব কুমার বিশ্বাস,নারী ক্রীড়া সংগঠক নিনি প্রু প্রমুখ।এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পদস্থ কর্মকর্তা,বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা বর্ণাঢ্য এই র‍্যালীতে অংশগ্রহণ করেন।র‍্যালীটি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক পরিভ্রমণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।বর্ণাঢ্য এই র‍্যালীতে আকর্ষণ এর কেন্দ্রবিন্দুতে পরিণত রাজসিক একটি হাতি এবং সুদুর খুলনার ডুমুরিয়া থেকে আগত সর্বোপরি দেশখ্যাত ফুটবল মানব মাসুদ রানার উপস্থিতি।টুর্নামেন্টের আকর্ষণীয় উদ্বোধন এর অংশ হিসেবে জেলা ক্রীড়া সংস্থা আমন্ত্রণে মাথায় বল স্থির রেখে দুই হাত ছেড়ে জেলা শহরে ঘুরে বেড়িয়ে মোটর বাইক প্রদর্শনকারী মাসুদ রানার এই উপস্থিতি টুর্নামেন্ট কে দিয়েছে নতুন মাত্রা।বিকাল ৩.০০ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম পি।ইতিমধ্যে টুর্নামেন্ট কে কেন্দ্র করে বর্ণিলভাবে বান্দরবানের স্টেডিয়ামকে সাজিয়ে তোলা হয়েছে।রং আর আকর্ষণীয় কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে উৎসবের আমেজ।জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি নিজে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রেস ব্রিফিং শেষে পুরো স্টেডিয়াম এর চারপাশ এবং গ্যালারী প্যাভিলিয়ন থেকে শুরু করে প্রতিটি বিষয় সরেজমিনে পরিদর্শন করে দিয়েছেন নানা দিকনির্দেশনা।পাশাপাশি এসময় মাঠে সাংবাদিকদের বসার জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে দিয়েছেন বিশেষ নির্দেশনা।এছাড়াও ডেকোরেশন এর কাজগুলোতেও আনা হয়েছে বৈচিত্র।আকর্ষণীয় দৃষ্টিনন্দন বিলবোর্ড ও প্ল্যাকার্ড স্থাপন করা হয়েছে।স্থানীয় ক্রীড়া সংগঠকরা বলছেন,করোনা মহামারীর পর এই টুর্নামেন্ট বান্দরবানের ক্রীড়াঙ্গনে প্রান সঞ্চার করবে।উল্লেখ্য,বান্দরবান জেলা প্রশাসন এবং তথ্য ও প্রযুক্তি বিভাগ (এটুআই) এর লোকাল ইনোভেশন”২০১৫ পুরষ্কৃত বান্দরবানের প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম সময়ের আলোচিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর সকল সংবাদ স্ব উদ্যোগে গুরুত্ব সহকারে ধারাবাহিকভাবে প্রকাশ করার বিষয়টি নিশ্চিত করেছেন অনলাইন দৈনিকটির ফাউন্ডার লুৎফুর রহমান (উজ্জ্বল)।বুধবার (১১ মে) অনুষ্ঠিত টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রথম সভা থেকে এই প্রতিবেদন লেখাকালীন সময় পর্যন্ত সিএইচটি টাইমস ডটকম নিজ উদ্যোগে বেশ কয়েকটি সচিত্র প্রতিবেদন ও টুর্নামেন্ট উপলক্ষে আকর্ষণীয় ভিডিও তৈরি করে ক্রীড়ামোদী দর্শকদের টুর্নামেন্ট সম্পর্কে বিশেষ প্রচারণা চালিয়ে আসছে।২৮ মে টুর্নামেন্টের সমাপনী পর্যন্ত এই প্রচারণা অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!