বান্দরবানে জেলা প্রশাসকের নিজ উদ্যোগে ঘোষিত সপ্তাহের প্রতি বুধবারের পূর্ব ঘোষিত গণশুনানির সুফল পাচ্ছে বান্দরবানের সর্বস্তরের জনসাধারণ।গত ২ মার্চ বুধবার সকালে পূর্বনির্ধারিত গণশুনানিতে বান্দরবানের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা এবং অসুবিধার কথাগুলো শুনানি হিসেবে গ্রহণ করেন।সেদিনের গণশুনানিতে বান্দরবান জেলা শহরের বনরুপা পাড়ার একজন স্তন ক্যান্সার আক্রান্ত নারী রিখা দাশ উন্নত চিকিৎসার জন্য জেলা প্রশাসক বরাবরে আর্থিক সাহায্যের আবেদন করেন এবং স্বশরীরে সাক্ষাৎ করেন।আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি তাৎক্ষণিক এই নারী যাতে সর্বোচ্চ চিকিৎসা সহায়তা পায় সে বিষয়ে চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্র পর্যালোচনা করেন এবং নানাভাবে তাকে সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন।পাশাপাশি তিনি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরির সাথে মোবাইল ফোনে কথা বলে স্তন ক্যান্সার আক্রান্ত এই অসুস্থ নারীর বিষয়টি যাতে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে নিকনির্দেশনা প্রদান করেন এবং আর্থিক সহায়তা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে চিঠি দেন।উল্লেখ্য সেদিনের গণশুনানিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আরডিসি) মো.কায়েসুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী উপস্থিত ছিলেন।আনুষ্ঠানিক চিঠির ধারাবাহিকতায় খুব দ্রুত সময়ের মধ্যে সমাজসেবা অধিদপ্তর বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে স্তন ক্যান্সার আক্রান্ত নারী রিখা দাশকে পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদানের জন্য মনোনিত করেন।জীবন সংগ্রামের নির্মম বাস্তবতার সম্মুখীন রিখা দাশ অসুস্থ অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।পরে বিষয়টি সমাজসেবা অধিদপ্তরকে অবহিত করা হলে মানবিক বিবেচনায় রিখা দাশের অর্ধ লক্ষ টাকার চেকটি রিখা দাশের পক্ষে তাঁর বড় বোন শিখা দাশ গ্রহণ করেন।এদিকে রিখা দাশের চিকিৎসা সহায়তা হিসেবে অনুদান প্রাপ্তির খবর শুনে চট্টগ্রাম থেকে অসুস্থ শরীর নিয়ে বান্দরবান গিয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজিকে প্রনাম করার আকুতি প্রকাশ করেন।কিন্তু চিকিৎসকরা কোনওভাবেই তাকে এই অবস্থায় শহর থেকে শহর ভ্রমনের অনুমতি না দেয়ায় রিখা দাশের বড় বোন শিখা দাশ বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সাথে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর বারোটায় সাক্ষাত করেন।এসময় একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।পরে শিখা দাশ জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি কে তাঁর ক্যান্সার আক্রান্ত বোনের জন্য আশীর্বাদ কামনা করেন।জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা রিখা দাশ এই মুহুর্তে কেয়ার হেলথ নামক একটি হাসপাতালে অক্সিজেন নিয়ে জীবন যুদ্ধে অবতীর্ণ।এবিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো.কায়েসুর রহমান সিএইচটি টাইমস ডটকমকে বলেন,প্রতিদিনই জেলা প্রশাসকের সাথে বিভিন্ন বিষয়ে সাক্ষাৎ করে নাগরিকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।এই সুযোগের পাশাপাশি স্থানীয় নাগরিকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি মানবিক দৃষ্টিকোণ থেকে সাধারণ নাগরিকদের সার্বিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্পূর্ণ নিজ দায়িত্ব এবং উদ্যোগে জনসম্পৃক্ত এই কার্যকরী প্ল্যাটফর্মটির ব্যবস্থা গ্রহণ করেন।তিনি আরও বলেন,নাগরিক সেবা প্রদানকে গতিশীল করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সর্বোচ্চ জনসেবা প্রদান করাই বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।অনুদানের চেক প্রাপ্তিতে শিখা দাশ সিএইচটি টাইমস ডটকমকে বলেন,অর্থের এই চেকটি এমন একটা সময়ে আমি গ্রহণ করলাম যখন আমার ছোট বোন রিখার শরীরে চতুর্থ ক্যামোটি গ্রহণ করার জন্য হাসপাতালে নিয়ে তাকে শারীরিকভাবে আমরা তাকে প্রস্তুত করছিলাম।রক্তশূন্যতার কারনে তাঁর শরীরের অবস্থা আরও খারাপ হয়ে পরায় আমরা খুবই উদ্বিগ্ন।অর্থের বিষয়টিও গুরুত্বপূর্ণ।আমি আমার পরিবারের সকল সদস্যদেরর পক্ষ থেকে সম্মানিত জেলা প্রশাসক স্যার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।সত্যি বলতে জেলা প্রশাসক স্যার যদি গণশুনানির দিন মোবাইল ফোনে সমাজসেবা কতৃপক্ষের সাথে কথা না বলতেন তাহলে আজকে পাওয়া পঞ্চাশ হাজার টাকার এই চেকটি পেলেও আরও কিছুদিন হয়তো আমাদের অপেক্ষা করতে হতো।উল্লেখ্য,বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর (a2i) কতৃক স্থানীয় অনলাইন দৈনিক হিসেবে "লোকাল ইনোভেশন"২০১৫ পুরষ্কৃত সিএইচটি টাইমস ডটকম বান্দরবানের সম্মানিত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি'র নির্দেশিত উদ্যোগ গণশুনানি নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি এবং ২ মার্চ পরপর দুটি সচিত্র প্রতিবেদন ফলাও করে প্রকাশ করে।প্রকাশিত এই দুই সংবাদের পরিপ্রেক্ষিতে প্রান্তিক পর্যায়ে বসবাসরত অনেক মানুষ সিএইচটি টাইমস ডটকমের মাধ্যমে বান্দরবান জেলা প্রশাসনের এই অভাবনীয় উদ্যোগ কে স্বাগত জানিয়েছে এবং একজন মানবিক জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি'র প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.