

বান্দরবানে জেলা প্রশাসকের নিজ উদ্যোগে ঘোষিত সপ্তাহের প্রতি বুধবারের পূর্ব ঘোষিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ মার্চ) সকালে বান্দরবানের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বান্দরবান জেলার প্রান্তিক জনগোষ্ঠী তথা সাধারণ জনগণের নানা সমস্যার কথা অত্যন্ত ধৈর্য্য সহকারে শুনেন এবং তাৎক্ষণিক কিছু বিষয়ের সমাধানে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও বিভাগকে ব্যবস্থা গ্রহণের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।এদিন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজী জেলা প্রশাসনের আইন,বিধিমালা এবং সিটিজেন চার্টার অনুযায়ী ২০টি আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি গ্রহণ করেন।বুধবারের এই গণশুনানিতে বান্দরবান জেলা শহরের বনরুপা পাড়ার একজন নারী ক্যান্সার রোগী চিকিৎসার জন্য জেলা প্রশাসক বরাবরে আর্থিক সাহায্যের আবেদন করেন।তাৎক্ষণিক তিনি এই নারী যাতে সর্বোচ্চ চিকিৎসা সহায়তা পায় সে বিষয়ে চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্র পর্যালোচনা করেন এবং নানাভাবে তাকে সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন।পাশাপাশি তিনি তাৎক্ষণিক জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টন মুহুরির সাথে মোবাইল ফোনে কথা বলে ক্যান্সার আক্রান্ত এই অসুস্থ নারীর বিষয়টি যাতে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা প্রদান করেন।এছাড়াও বান্দরবান জেলার লামা উপজেলার বয়োবৃদ্ধ মোকসুদ আলীকে নগদ আর্থিক সহায়তা দিয়ে এদিন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।এসময় জেলা প্রশাসক,মোকসুদ আলীর উন্নত চিকিৎসা নিশ্চিত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবানের সাবেক সিভিল সার্জন ও বর্তমানে চট্টগ্রামে কর্মরত ডা.অংশৈ প্রু কে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সুপারিশ পত্র প্রদান করেন।গণশুনানিতে বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান,রেজওয়ানা চৌধুরী ও বিভিন্ন সমস্যায় ভুক্তভোগী সেবাপ্রার্থীরা এসময় উপস্থিত ছিলেন।এবিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো.কায়েসুর রহমান জবাবদিহি কে বলেন,প্রতিদিনই জেলা প্রশাসকের সাথে বিভিন্ন বিষয়ে সাক্ষাৎ করে নাগরিকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।এই সুযোগের পাশাপাশি স্থানীয় নাগরিকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি মানবিক দৃষ্টিকোণ থেকে সাধারণ নাগরিকদের সার্বিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্পূর্ণ নিজ দায়িত্ব এবং উদ্যোগে জনসম্পৃক্ত এই কার্যকরী প্ল্যাটফর্মটির ব্যবস্থা গ্রহণ করেন।তিনি আরও বলেন,নাগরিক সেবা প্রদানকে গতিশীল করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সর্বোচ্চ জনসেবা প্রদান করাই বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির মূল উদ্দেশ্য।