

বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৪ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।”সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এই প্রতিপাদ্যে নিয়ে দেশজুড়ে এ বছর পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে। বিভিন্ন কার্যক্রম গ্রহনের মাধ্যমে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত হবে।সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে ৭টি বার্তা দেশব্যাপী প্রচার করতে গুরুত্ব দিয়েছে সরকার।জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে শালদুধ খাওয়ানো,শিশুকে ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ এবং ৬ মাস বয়সের পর থেকে ২ বছর পর্যন্ত মায়ের বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার দেয়া,শিশু সঠিকভাবে বেড়ে উঠছে কি না জানতে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ওজন ও উচ্চতা পরিমাপ করা,কিশোর-কিশোরীদের ঘরে তৈরি পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত করা,গর্ভবতী ও প্রসূতি মাকে স্বাভাবিক খাবারের পাশাপাশি বাড়তে খাবার দেয়া এবং নিয়মানুযায়ী আয়রন-ফলিক এসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ানো,পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টি চাহিদার প্রতি নজর দেয়া,স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কোভিড প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করার বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করছে স্বাস্থ্য বিভাগ।অনুষ্ঠানে সিভিল সার্জন ও জেলা পুষ্টি সপ্তাহ সমন্বয় কমিটির সদস্য সচিব ডা.নীহার রঞ্জন নন্দী,পরিবার পরিকল্পনা কার্যালয় বান্দরবানের উপপরিচালক ডা.অংচালু,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মো.রফিকুল ইসলাম,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।পরে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা শেষে কিশোরী-কিশোরীদের পুষ্টি গুরুত্ব বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি উপস্থিত ছিলেন।নার্সিং কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারের সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী।এসময় নার্সিং কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও সিভিল সার্জন কার্যালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা.ফারজানা আফরিন সঞ্চালিত অনুষ্ঠানে জেলা পুষ্টি সমন্বয় কমিটির সমন্বিত পুষ্টি পরিকল্পনা ও অগ্রগতির গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন জেলা কারিগরি সমন্বয়কারী (লীন) অং চানু মার্মা।