
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা’২০১৭ এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোন কমান্ডার লেঃকর্নেল মশিউর রহমান,বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ,বান্দরবানের পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।এসময় বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ উপলক্ষে ক্রীড়া সালামী ও অভিবাদন গ্রহন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম এবং বান্দরবান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
অনুষ্ঠানে মশাল জালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করেন প্রধান অতিথি পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম।এরপরই শুরু হয় জেলা ও উপজেলার বিভিন্ন পুলিশ দলের কুচকাওয়াজ।পরে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়।প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়,২০০ মিটার দৌড়,দাবা,গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ,বালিশ যুদ্ধসহ নানা ইভেন্টে অংশ নেয় পুলিশের সদস্য ও তাদের পরিবারবর্গ।পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়ানুষ্ঠান উপভোগ করেন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানে জেলা পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে শুক্রবার বিকেলে একই স্থানে জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরষ্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পুনাক সভানেত্রী মিসেস খাদিজা ইসলাম।
সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান পুনাক সভানেত্রী লিপিকা সাহা।এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) অনির্বান চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) মোঃমাশরুফ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শম্পা রাণী সাহা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মোঃইয়াছির আরাফাত প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন।