

নিজস্ব প্রতিবেদকঃ-বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাহায্য মঞ্জুরী খাতের আওতায় অনুদানের চেক বিতরণ সম্পন্ন হয়েছে।গতকাল রবিবার (১৩ আগস্ট) জেলা পরিষদের নিজস্ব সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চংগা,তিং তিং ম্যা,ফাতেমা পারুল প্রমুখ।জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং সিএইচটি টাইমস ডটকম কে বলেন,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তহবিল থেকে ২০১৬-২০১৭ অর্থ বছরে জেলার বিভিন্ন প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন,ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১৮ লক্ষ ১০ হাজার টাকা অনুদান প্রদান হয়েছে।জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশৈহ্লা প্রধান অতিথি হিসেবে উক্ত চেক বিতরণ করেন।উল্লেখ্য, বান্দরবানের ৭টি উপজেলার ৫৭ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন,ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যাক্তিকে এই অনুদান প্রদান করা হয়।