বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ দাবিতে অবস্থান ধর্মঘট করছে বান্দরবান সচেতন নাগরিক সমাজ।গত সোমবার থেকে টানা তৃতীয়দিনের মতো সকাল ৯টায় মেঘলা এলাকার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রবেশ পথে এ অবস্থান ধর্মঘট করা হয়।ধর্মঘট পালনকারীরা বলেন,দীর্ঘ ১৫ বছর ধরে দুর্নীতিবাজ ক্যা শৈ হ্লা চেয়ারম্যান ও সদস্যরা যোগসাজশ করে বৈষম্যমূলক নিয়োগ, অস্তিত্ব বিহীন ভুয়া প্রকল্প বানিয়ে সরকারি টাকা আত্মসাতসহ বিভিন্ন দুর্নীতিতে লিপ্ত ছিলেন।যার ফলে তিনি বর্তমান পরিস্থিতিতে পলাতক রয়েছেন।এছাড়া অবৈধ উপায় অবলম্বন করে যে সমস্ত অপকর্ম ও দুর্নীতি করেছে সেগুলো বৈধ করতে গত তিন দিন ধরে তিনি অফিসে না এসেও আত্ম-গোপন থাকা অবস্থায় সরকারি ফাইলে স্বাক্ষর করে যাচ্ছেন।বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো.মাসুম বিল্লাহ জানান, প্রতিদিনের মত আজ সকালে অফিস করতে এসে সচেতন নাগরিক সমাজের অবস্থান ধর্মঘটের কারণে অফিস করতে পারেননি তিনিসহ জেলা পরিষদের সকল কর্মচারিরা।এ ব্যাপারে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করবেন।
লুৎফুর রহমান (উজ্জ্বল)
বান্দরবান প্রতিনিধি
০১৬৭৩৭১৮২৭১