জীবনের লক্ষ্যে পৌঁছতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।বান্দরবানের ভাগ্যকুল-কদুখোলা উচ্চবিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ।শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে।নিজের প্রতিভা বিকাশ করতে চাইলে নিজেকে স্বশিক্ষিত হতে হবে।জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে তাদের পড়াশোনায় মনোযোগী হতে হবে।শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষক সবাইকে একসঙ্গে কাজ করতে হবে,তবেই জ্ঞান অর্জনের পাশাপাশি ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে।এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে গতিশীল এগিয়ে নিতে ৩ লাখ টাকা অনুদান প্রদান করেন।পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার মান বৃদ্ধি ও ক্রীড়া সামগ্রীর জন্য একটি ক্রীড়া প্রকল্প গ্রহনের ঘোষনা প্রদান করেন।
এছাড়াও ভাগ্যকুল-কদুখোলা উচ্চবিদ্যালয় এর পাঠদান অনুমতি এবং এমপিও নিশ্চিত করতে জেলা প্রশাসন এর সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা এর ভাগ্যকুল-কদুখোলা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।ভাগ্যকুল-কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,প্রধান শিক্ষক মোঃআব্দুর রহমান সহ শিক্ষার্থী ও অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক,বান্দরবান আগামীর প্রত্যয়ে স্মার্ট বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।এছাড়াও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথিবৃন্দ ফুটবল,১০০ মিটার,২০০ মিটার দৌড়,লং জাম্প,কবিতা ও প্রবন্ধ প্রতিযোগিতাসহ ২৭টি ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।