

বাংলাদেশ ব্যাংক পরিচালনায় এবং সোনালী ব্যাংক লি: বান্দরবান জেলা শাখার যৌথ আয়োজনে আজ ২৭ জুন বৃহস্পতিবার হোটেল হিলটন কনফারেন্স হলরুমে দিনব্যাপি ‘জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা’ অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠানে সোনালী ব্যাংক বান্দরবান শাখার সহকারী জেনারেল ম্যানেজার মোঃখন্দকার মাজহারুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে পৌর মেয়র মোঃইসলাম বেবী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, রিসোর্স পার্সন মোঃ মুজিবুল হক চৌধুরীসহ কর্মশালায় প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন ব্যাংকের ম্যানেজার-কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিক,ব্যবসায়ীসহ নানা শ্রেণির মানুষরা উপস্থিত ছিলেন।এই কর্মশালায় জালনোট চেনার ছয়টি উপায় তুলে ধরার পাশাপাশি জালনোট বিস্তারকারী চক্রের হাত থেকে রেহায় পাবার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।