

স্পোর্টস ডেস্কঃ-বান্দরবানের সদর উপজেলার জামছড়ি মুখপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় জামছড়ি মুখপাড়া মাঠে টুর্নামেন্টের এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে শত শত দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় টুর্নামেন্টের শক্তিশালী দুই দল খানসামা পাড়া স্পোর্টিং ক্লাব ও ফ্রেন্ডস ক্লাব অব বড়ইতলী।জামছড়ি মুখপাড়া ফুটবল টুর্ণামেন্টের আহবায়ক থোয়াই সা উ মার্মার সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার কাউন্সিলর অজিত কান্তি দাশ,বান্দরবান জেলা ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার ও ফুটবল সংগঠক মোহাম্মদ নাছির,সাবেক আরেক কৃতি ফুটবলার অসীম বড়ুয়া প্রমুখ।এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।ফাইনাল খেলায় খানসামা পাড়া স্পোর্টিং ক্লাব ২-০ গোলে ফ্রেন্ডস ক্লাব অব বড়ইতলী দলকে পরাজিত করেন।জাঁকজমকপূর্ণ এবং তীব্র উত্তেজনার মধ্য দিয়ে সমাপ্ত ফাইনাল খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল খানসামা পাড়া স্পোর্টিং ক্লাব এর বিজয়ী খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং টুর্নামেন্টের রানার্সআপ ফ্রেন্ডস ক্লাব অব বড়ইতলীর খেলোয়াড়দের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।উল্লেখ্য,গত ৯ অক্টোবর জামছড়ি মুখ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়,টুর্নামেন্টে সর্বমোট ২৪ টি দল অংশগ্রহণ করে।