

মোহাম্মদ আলী;বান্দরবান জেলা প্রতিনিধি:-বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে জাতীয় যুব দিবস-২০১৭ উপলক্ষে যুব সমাবেশ-আলোচনা সভা ও ঋণের চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।পহেলা নভেম্বর বুধবার সকাল ১০টায় বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।প্রতিমন্ত্রী বলেন,জাতীয় যুব দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় “যুবদের জাগরণ,বাংলাদেশর উন্নয়ন” যুবকরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ,আগামীতে যুবকদের আরো দায়িত্বশীল ভাবে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।সরকার বেকার যুবকদের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া জন্য বিশেষ সুবিধা রেখেছে,তারা প্রশিক্ষণ গ্রহণ করে খুব অল্প সুধে ব্যাংক থেকে ঋণ,লোন গ্রহণ করা সু-ব্যবস্থা রয়েছে। বক্তারা আরো বলেন,দেশ গড়তে হলে ছাত্র-ছাত্রীদের যুবকদের বিভিন্ন শিক্ষামূলক প্রশিক্ষণ গ্রহণ করে নিজে মৎস চাষ,গবাদি পশু পালন আরো অনেক রকমের কাজের মাধ্যমে বেকারত্বের অভিষাপ থেকে নিজেকে পরিবারকে সমাজকে মুক্ত করা।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শে হ্লা এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ শফিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃকামরুজ্জামান,জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল আলম,বান্দরবান পৌর সভার প্যানেল মেয়র দিলীপ বড়–য়া,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,বান্দরবান পার্বত্য জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দীন মোহাম্মদ হাসান আলী,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শহিদুল্লাহ প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মোঃইকবাল করিম,রুপালী নারী কল্যাণ ও ঋণ সহায়তা প্রদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক রুপালী বড়ূয়া,যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার মোঃ মফিজুর রশিদ,মোঃআজিজুল হক,রংধনু সমাজ কল্যাণ সমিতি বালাঘাটা এর সহ-সভাপতি মোঃ সোহেল রানা,জেলা ও উপজেলা যুব উন্নয় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।পরে অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক অ-প্রাতিষ্ঠানিক ১৪জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতিদের সনদ ও ৬লক্ষ ৪০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।