বিদেশী পর্যটকদের বান্দরবান পার্বত্য জেলায় ভ্রমণ এর অনুমোদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতকৃত ওয়েব বেইজড সফটওয়্যার fbta.gov.bd পেলো ডিজিটাল বাংলাদেশ পুরষ্কার-২২।ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।"প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি" প্রতিপাদ্যে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২-এ ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের সকল চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
জেলা পর্যায়ে কারিগরি শ্রেষ্ঠ দল (সরকারি) হিসেবে এই সফটওয়্যারটি ডিজিটাল বাংলাদেশ পুরষ্কার অর্জন করে।বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর নেতৃত্বে বান্দরবান জেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর কর্মকর্তারা দলগতভাবে পুরষ্কার গ্রহন করেন।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।শেখ কামাল ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক দুটি বইয়ের ডিজিটাল ও প্রিন্ট সংস্করণের মোড়কও উন্মোচন করেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ এমপি।স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।
পুরষ্কার গ্রহণকালে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম,নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম,বান্দরবান জেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর প্রোগ্রামার (ভারপ্রাপ্ত) সুরত আলম আকাশ,প্রোগ্রামার (কক্সবাজার,সদর) সৌরভ চক্রবর্তী উপস্থিত ছিলেন।প্রসঙ্গত,দীর্ঘদিন যাবৎ বিদেশী পর্যটকরা বান্দরবান ভ্রমনে আসলে তাদের নিরাপত্তাসহ বিভিন্ন প্রশাসনিক প্রতিকূলতার বিষয়টি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর নজরে আসে।পরে পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে এবং প্রশাসনিক বিষয়গুলো সহজ করার লক্ষ্য নিয়ে জেলা প্রশাসক ভ্রমণ অনুমতি প্রক্রিয়াটি সহজ করতে একটি ওয়েব বেইজড সফটওয়্যার নির্মানের উদ্যোগ নেন এবং গত ৩১ জুলাই এই সফটওয়্যার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বান্দরবান এর পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তার এই অনলাইন কার্যক্রম কে স্বাগত জানিয়ে সেসময় এমন উদ্যোগ এর জন্য ভূয়সী প্রশংসা করেন।তাদের ভাষ্য,এই অনলাইন প্রক্রিয়াটি চালু হওয়ায় বিদেশি পর্যটকরা নানা ধরনের হয়রানি থেকে মুক্ত হবার পথ উন্মুক্ত হলো।
জানা যায় ইতিপূর্বে এই সফটওয়্যার এর আনুষ্ঠানিক উদ্বোধন এর পর তিন শতাধিক বিদেশী পর্যটক সফটওয়্যারটি ব্যবহার করে বান্দরবান জেলা ভ্রমণ করেন।এছাড়াও গত ৬ জুন চট্রগ্রাম বিভাগীয় ইনোভেশন শোকেসিং-২০২২ এ বান্দরবান জেলার ইনোভেশন টিম চট্টগ্রাম বিভাগে ৩য় স্থান অর্জন করেছিলো।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.