জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল (এনএসএসএস) বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তর এর সেবাসমূহ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে মেঘলা পর্যটন মোটেলের সভাকক্ষে জেলা ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে আয়োজিত সেমিনার এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা।সেমিনারে পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ প্রধান অতিথি এর বক্তব্যে বলেন,সমাজসেবা কার্যালয় দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিতে কাজ করে যাচ্ছে।এসময় তিনি,জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
সেমিনারে বান্দরবান জেলায় সমাজসেবা কার্যালয়ের জনকল্যাণমূলক সেবাসমূহ আরও বেশি কিভাবে জনগণের দ্বারপ্রান্তে পৌছে দেয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়।জেলা সমাজসেবা অধিদপ্তর এর উপপরিচালক মিলটন মুহুরি এসময় সমাজসেবা এর সেবাসমূহ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।সেমিনারে আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম (বাচ্চু),সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার,শহর সমাজসেবা কার্যালয় কর্মকর্তা শফিকুর রহমান,ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি এইচ এম সম্রাট,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।