

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ জেলা পর্যায়ের পুরস্কার বিতরণ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩মে) বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান।বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.ফখরুল ইসলাম,নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্লাহ আল মামুন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শফিউল আলম।অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম.এ.মোমেন চৌধুরী।অনুষ্ঠানে বান্দরবানের ৭টি উপজেলায় একযোগে অনুষ্ঠিত বিভিন্ন গ্রুপের ৬২টি ইভেন্টে বিজয়ী ১৮৬ জন প্রতিযোগিকে পুরস্কার হিসেবে প্রশংসাপত্রসহ উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।উল্লেখ্য, বাংলাদেশ শিশু একাডেমীর সবচেয়ে বিখ্যাত কার্যক্রম হল জাতীয় শিশু পুরস্কার।প্রতিযোগিতাটি ১৯৭৮ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে।সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক ৬২ টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উপজেলা পর্যায়,জেলা পর্যায় এবং আঞ্চলিক স্তর অতিক্রম করে প্রতিযোগীরা জাতীয় স্তরে আসে।এই প্রতিযোগিতায় প্রতি বছর ৩ লাখ শিশু তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়।এই প্রতিযোগিতার লক্ষ্য তৃণমূল স্তর থেকে শিশুদের প্রতিভা অন্বেষণ করা ও প্রতিভার বিকাশ ঘটানো।