

বান্দরবানের ফুটবল অত্যন্ত দর্শক সমাদৃত।এখানে ফুটবলের অসম্ভব জনপ্রিয়তা পরিলক্ষিত হয়েছে।অন্য যে ক্রীড়া ইভেন্ট গুলো আছে এখানেও অনেক ভালো ভালো খেলোয়াড় খেলাধুলা করছে এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় সফলভাবে বান্দরবান জেলার ক্রীড়াঙ্গন কে প্রতিনিধিত্ব করছে।গত কয়দিন আগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হয়ে গেলো।প্রচুর দর্শকের উপস্থিতি তে গ্যালারি ছিলো কানায় কানায় পরিপূর্ণ।আজকে যে পরিমাণ দর্শক দেখা যাচ্ছে আমরা নিজেরাও ভাবতে পারিনি এতো দর্শক আসবে এবং অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা দলের খেলা উপভোগ করবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অ-১৭) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা (অ-১৭)-২০২২ এর ফাইনাল খেলায় আজকে যারা চ্যাম্পিয়ন হলো তাদের সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা।
একটি শক্তিশালী দল গঠন করে বান্দরবান জেলার অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা দলের খেলোয়াড়রা পরবর্তী বিভাগীয় পর্যায়ে বান্দরবান জেলার প্রতিনিধিত্ব করবে।একটি শক্তিশালী দল গঠনে যা যা করতে হয় বান্দরবান জেলা প্রশাসন সর্বোপরি জেলা ক্রীড়া সংস্থা তা করবে।
জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অ-১৭) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা (অ-১৭)-২০২২ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এর আগে বুধবার (১৫ জুন) বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে লামা উপজেলা অনূর্ধ্ব-১৭ বালিকা দল ১-০ গোলে নাইক্ষ্যংছড়ি উপজেলা বালিকা দলকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে লামা উপজেলা বালিকা দল।ফাইনাল খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন ৯নং জার্সি পরিহিত উম্মে কুলসুম।নাইক্ষ্যংছড়ি বালিকা দলের ২নং জার্সি পরিহিত খেলোয়াড় খিং খিং সাং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অন্যদিকে নাইক্ষ্যংছড়ি অনূর্ধ্ব-১৭ বালক দল ট্রাইবেকারে ৪-১ গোলের ব্যবধানে বান্দরবান পৌরসভা বালক দলকে পরাজিত করে জেলা পর্যায়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়।নাইক্ষ্যংছড়ি বালক দলের গোলকিপার রুস্তম সৈয়দ,(২৩) ম্যান অফ দা ম্যাচ এবং ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন।লামা উপজেলা বালিকা দলের উ ম্রা চিং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি এর সভাপতিত্বে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র মো.ইসলাম বেবী,অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস,জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি দিপ্তী কুমার বড়ুয়া,জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি এসময় উপস্থিত ছিলেন।
ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিএসএ সহসভাপতি দিপ্তী কুমার বড়ুয়া।বান্দরবান জেলা ফুটবল দলের সাবেক কৃতী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মাহফুজুর রশীদ বাচ্চু সঞ্চালনার দায়িত্ব পালন করেন।