

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৭ মার্চ) হিলভিউ কনভেনশন হলে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রায় ছয় শতাধিক এতিম শিক্ষার্থী অংশগ্রহন করে।জেলা প্রশাসন এর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।পুলিশ সুপার সৈকত শাহীন,এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.ফজলুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা,নেজারত ডেপুটি কালেক্টর শেখ আব্দুল্লাহ্ আল মামুনসহ সরকার ও বেসরকারি পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিও বিভিন্ন এতিমখানা থেকে আগত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা শহর ও সদর উপজেলা এর বিভিন্ন এতিমখানা এর শিক্ষার্থীরা বিরল এই আয়োজনে উপস্থিত হয়ে ইফতার গ্রহন করেন।