

প্রতি বছরের ন্যায় এবারও বান্দরবান সেনা জোনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানাবিধ কার্যক্রম সম্পন্ন করেছে।এরই ধারাবাহিকতায় প্রান্তিকলেক শাক্যমিত্র অরন্য বৌদ্ধবিহার,শান্তমিত্র বৌদ্ধ ম্রো অনাথ আশ্রম ও বিদর্শন ভাবনা কেন্দ্র অনাথালয় এর শিশুদের মাঝে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কাপড়,স্কুল ব্যাগ, শিক্ষা সহায়ক সামগ্রী ও একদিনের উন্নত মানের খাবার প্রদান করা হয়েছে।রবিবার (১৭ই মার্চ) বান্দরবান সেনা জোন কর্তৃক প্রান্তিকলেক অনথালয়ে মানবিক সহায়তা প্রদান করেছে। মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদ।এসময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শান্তমিত্র ভিক্ষু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এদিন সেনা জোন ৩৫ শিক্ষার্থীর প্রত্যেক কে স্কুল ব্যাগ,৩৫ সেট শিক্ষা সহায়ক সামগ্রী,জামা কাপড় এবং একদিনের জন্য তিন বেলা উন্নত মানের খাবার সরবরাহ করা হয়।এছাড়াও ক্রীড়া সামগ্রী হিসেবে দুইটি ক্রিকেট ব্যাট,বল এবং চকলেট বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সাবিত নুর রশীদ বলেন,বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম শুভ জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের শিশুদের জন্য এই সামান্য আয়োজন এর মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় ও অসহায় শিশুদের মানসিক আনন্দ প্রদান করবে।আজকের শিশুরাই আমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ।তাদেরকে সুষ্ঠু পরিবেশে মানসিক বিকাশের সহায়তা প্রদান করতে হবে।সেনা জোনের এই সহায়তার পাশাপাশি ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।