

নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।এরই অংশ হিসেবে বান্দরবানের প্রাচীন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ও বান্দরবান এর প্রথম স্থানীয় ইংরেজী অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম এর উদ্যোগে সরকারি শিশু পরিবারে জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন।এছাড়াও বান্দরবান সদরের দৃষ্টি প্রতিবন্ধী সমন্বিত শিক্ষা কার্যক্রম স্কুল,সুয়ালকে কেক কেটে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন করা হয়।দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষর্থীরা এসময় কেক কেটে দিবসটি উদযাপন করেন।এসব অনুষ্ঠানে সমাজ সেবা কার্যালয়,বান্দরবান এর উপপরিচালক মিল্টন মুহুরী,সহকারী পরিচালক উর্বশী দেওয়ান,শহর সমাজ সেবা কর্মকর্তা মো.শফিকুর রহমান,উপ তত্বাবধায়ক সত্যজিৎ মজুমদার মানুসহ শিক্ষক,নিবাসীরা এসময় উপস্থিত ছিলেন।
অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ও বান্দরবান ট্রিবিউন ডটকমের ফাউন্ডার লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সার্বিক তত্বাবধানে দিবস উপলক্ষে আয়োজিত এসব আয়োজন সম্পন্ন হয়।
উল্লেখ্য,বছরের বিশেষ বিশেষ দিবস গুলোতে নিজস্ব উদ্যোগে নানা আয়োজনে বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছে বান্দরবান জেলা প্রশাসন এর ডিজিটাল ইনোভেশন হিসেবে পুরষ্কৃত অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম ও বান্দরবানের প্রথম স্থানীয় ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম।এছাড়া ক্রীড়া কে এগিয়ে নিতেও এই দুই প্রতিষ্ঠান নিয়মিত বিভিন্ন টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা এবং মিডিয়া পার্টনার হিসেবে কাজ করে আসছে।এই দুই অনলাইন দৈনিকের ফাউন্ডার লুৎফুর রহমান (উজ্জ্বল) বরাবরই নেপথ্যে থেকে দীর্ঘদিন ধরে নিরবে এসব কার্যক্রম পরিচালনা করে আসছেন।