

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বান্দরবানে সমাবেশ অনুষ্টিত হয়েছে।গতকাল বুধবার বিকেলে দিবসটি শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুধাংশু বিমল চক্রবর্তী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো:শফিকুর রহমান।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর,সাধারন সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,জেলা আওয়ামীলীগ সিনিয়র যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন চৌধুরী বাবর,জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সাধারন সম্পাদক জনি সুশীল সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলতে হলে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণের কল্যাণে আওয়ামীলীগ সরকারের প্রয়োজন।বিএনপি জামায়াতরা ক্ষমতায় আসলে দেশে অরাজকতা শুরু হবে।জনগণের কাঙ্খিত উন্নয়ন বাধাগ্রস্ত হবে।একটি উন্নত আধুনিক সমৃদ্ধিশালী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আওয়ামীলীগ নেতাকর্মীদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।কুচক্রি বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং তাঁর রাজনৈতিক উত্তরাধিকারী দুর্নীতির বরপুত্র বিদেশে পলাতক তারেক দেশ কে অস্থিতিশীল করে তোলতে ষড়যন্ত্র করছে নানাভাবে।পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আই.এস.আই এর প্রেসক্রিপশন বাস্তবায়নে মা পুত্র একযোগে কাজ করছে।তাই তাদের এই ষড়যন্ত্র নিশ্চিহ্ন করতে হলে বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।