

জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসনের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি)।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরা এ মানবববন্ধন করেন।মুক্তমঞ্চের সামনে ঘণ্টাব্যাপী তারা এ মানববন্ধন করেন।এসময় প্রকৌশলীরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৮ জানুয়ারি ২০২২ তারিখে জারীকৃত স্মারকপত্রটি বাতিল করার দাবি জানান।মানবববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত মো.জিললুর রহমান,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান,এলজিইডি বান্দরবানের সিনিয়র সহকারী প্রকৌশলী মো.জামাল উদ্দিনসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরা।