পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ সেবা দিচ্ছে সরকার। বর্তমান সরকার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় নানা উন্নয়ন প্রকল্পও বাস্তবায়ন করছে।’
শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদরের রেইচা এলাকায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘বিভিন্ন বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোসহ বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে।’
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অংচালু মারমা, ডেপুটি সিভিল সার্জন ডা. তাহমিনা শবনম সোবহান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাসুইচিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এবার বান্দরবানে ৬২ হাজার ৫শ’ ৮১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।