

বান্দরবান প্রতিনিধিঃ-গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা কমিটির বর্ণাঢ্য আয়োজনে ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন,বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী হোসেন,গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃমোজাম্মেল হক বাহাদুর,স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সমাজ সেবক বান্দরবান জেলা যুবলীগের আহ্বায়ক ও বান্দরবান জেলা গাউছিয়া কমিটির সভাপতি মোঃহোসেন।অনুষ্ঠান সঞ্চলনা করেন বান্দরবান জেলা গাউছিয়া কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু তালেব মঈনী। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন তুলাতলী বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আছহাব উদ্দীন,জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মাঃ রিদুয়ান আলী,জেলা গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক দিদারুল হক,জেলা গাউছিয়া কমিটির অর্থ সম্পাদক মোঃ ছৈয়দ নূর,বান্দরবান থানা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী তমিজ উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল হোসেন,ইসলামিক ফাউন্ডেমনের অফিসার মোঃ জাহাঙ্গীর আলম সবুজ,বিশিষ্ট সাংবাদিক ব্যাক্তিত্ব মোহাম্মদ আলী,সুয়ালক ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মোঃজসিম উদ্দীন (মেম্বার),সুয়ালক কাইচতলী তুলাতলী বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও বান্দরবান সদর উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক,মোঃনাজির হোসেন,গাউছিয়া কমিটির নেতা আব্দূ আল মামুন,খানেকার পেশ ইমাম হাফেজ মোঃ আনোয়ার হোসেন,মোহাম্মদ আব্দুর রহিম,গাউছিয়া কমিটির অন্যান্য নেতা-কর্মী,প্রায় ৫শতাধিক বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবক গণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,গাউছিয়া কমিটির এই আয়োজন একটি মহৎ আয়োজন,এটা এক ধরনের মানব সেবা,অনেক দরিদ্র পরিবার আছে তাদের আদরের ছেলে মেয়েদের নতুন স্কুল ব্যাগ কিনে দেওয়ার স্বাদ থাকলেও তাদের সামর্থের অভাবে সেটা কিনে দিতে পারে না।সেই অভাবটাকে আজ বান্দরবান গাউছিয়া কমিটি পুরুণ করলো। ছাত্র-ছাত্রীরা এই নতুন ব্যাগ নিয়ে আরো বেশী উৎসাহ নিয়ে বিদ্যালয়ে লেখা পড়া করবে,আজকের শিশু আগামী দিনের রাষ্ট্র নায়ক।পরে প্রধান অতিথি গাউছিয়া কমিটির উত্তর উত্তর উন্নতি ও সার্বিবক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।সভাপতির বক্তব্যে বলেন,বান্দরবানে গাউছিয়া কমিটির হাটি হাটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ চলা শুরু হয়েছে,আমরা ইতিপূর্বে আরো অনেক ভাল ভাল ও উন্নয়নমূলক সেবামূলক কাজ সফলতার সাথে করে এসেছি,আমরা সুন্নিয়তের তরিকাকে বান্দরবানে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর,আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে,আমাদের খানেকা শরীফ,এই তরকতের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার মহৎ উদ্যোগ বাস্তবায়ন করার কাজে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানা।