আলোকিত সমাজ গড়ার প্রত্যয় এই প্রতিপাদ্য কে সামনি রেখে দীর্ঘদিন ধরে আর্ত মানবতার সেবায় নিয়োজিত বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন বীর বাহাদুর ফাউন্ডেশন এর উদ্যোগে বান্দরবান জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা,পানির ট্যাংক,পানির ফিল্টার এবং শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বীর বাহাদুর ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এসময় বীর বাহাদুর ফাউন্ডেশন এর সভাপতি খলিলুর রহমান সোহাগ,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলুসহ সেচ্ছাসেবী সংগঠনটির দায়িত্বশীল কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বীর বাহাদুর ফাউন্ডেশন ১ হাজার চারা,৫ শতাধিক শিক্ষার্থীর মা স্কুল ব্যাগ এবং টঙ্কাবতী ইউনিয়নের চিম্বুক পাড়ায় চুয়ান চুং হোপ অফ চিলড্রেন হোম বিদ্যালয়কে দুইটি পানির গাজি ট্যাঙ্ক বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,রোটারি ক্লাবের সভাপতি নাজমুল হোসেন ভুইয়া,জেলা আওয়ামীলীগ সদস্য মো.মহিউদ্দিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য,বীর বাহাদুর ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তাসহ দীর্ঘদিন ধরে নানা ধরনের সহযোগিতা করে আসছে।আগামীতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠন এর নেতৃবৃন্দ।